শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিয়ে উৎসব


ইউনিসেফ বাংলাদেশ ও ফেসবুকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট উৎসব।
ইউনিসেফ বাংলাদেশ ও ফেসবুকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট উৎসব।শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়টি নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ৩০ মার্চ বিশেষ উৎসব হবে। ইউনিসেফ বাংলাদেশ ও ফেসবুকের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেবেন।

এ আয়োজনে শিশু-কিশোরদের উপযোগী ইন্টারনেট পণ্য নিয়ে হাজির হবে ৫০টির বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। এ ছাড়া নিরাপদ ইন্টারনেট বিষয়ে সম্মেলন ও কর্মশালা হবে। এটি সব শিশু-কিশোরের জন্য উন্মুক্ত।
আয়োজকেরা জানান, শিশুদের ইন্টারনেট ব্যবহারের সঠিক পদ্ধতি, অভিভাবকদের জন্য ইন্টারনেটের প্যারেন্টাল কন্ট্রোল টুল বিষয়ে ধারণা দেওয়া ও সাইবার সচেতনতামূলক আয়োজন থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
ইউনিসেফের গবেষণায় দেখা গেছে, সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ ১৮ বছরের নিচে বা শিশু-কিশোর। প্রতিদিন ১ লাখ ৭৫ হাজারের বেশি শিশু প্রথমবারের মতো অনলাইন ব্যবহার করছে। এতে ডিজিটাল জগতে প্রবেশের সুবিধা যেমন শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করছে, ঠিক তেমনি ঝুঁকিও বাড়ছে। ক্ষতিকর কনটেন্টসহ বিভিন্নভাবে তথ্যের অপব্যবহারের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বিষয়গুলো চিহ্নিত করে শিশু-কিশোরদের সুরক্ষা জরুরি।
নিরাপদ ইন্টারনেট উৎসবের আয়োজনে শিশু-কিশোরদের উপযোগী পণ্য, মোবাইল অ্যাপ, সফটওয়্যার, সামাজিক যোগাযোগের সাইট, ইউটিউব চ্যানেল প্রভৃতি বিষয় তুলে ধরবে বিভিন্ন প্রতিষ্ঠান। এতে ইউনিসেফ, সেফ দ্য চিলড্রেন, কাইটস বাংলাদেশ, চ্যাম্পস-২১, মাইক্রোটেক, সূর্যমুখী, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বিভিন্ন সেশন পরিচালনা করবে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.