Google Adsense কে বিদায় বলুন

ওয়েবসাইট এ বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন আয় করুন খুব সহজেই(Google Adsense কে বিদায় বলুন) আমি একটা ডোমেইন নেওয়ার জন্য একটা ডোমেইন সাইট এ ঢুকলাম। তারপর আমার পছন্দের ডোমেইন টা দিয়ে সার্চ দিলাম।কিন্ত পেলাম না।তারপর ভাবলাম একটু এদিক সেদিক করে দেখি পাই কিনা। কিন্ত তাও পেলাম না। আবার আরও এদিক সেদিক করলাম তারপর ও পেলাম না। তাহলে ভাবেন বর্তমানে কি পরিমাণ ওয়েবসাইট প্রতিদিন লঞ্চ হচ্ছে। এ কারণে সবাই তাদের ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স এর আন্ডার এ রাখতে চায়। তবে গুগল অ্যাডসেন্স verify করার অনেক নিয়ম আছে। ভাল কন্টেন্ট না হলে এপ্রুফ করে না। তবে অনেকেই জানে না যে গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও অনেক ভালো অ্যাডসেন্স কোম্পানি আছে। এই রকম একটি সাইট Revenue Hits। সাইট লিঙ্ক। এখান থেকে খুব সহজেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইট এ দিতে পারবেন। এখানে আপনাকে কোন প্রকার proof দেওয়া লাগবে না। শুধু signup করলেই আপনার কাজ শেষ। প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর Start Now বাটন এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি ফর্ম আসবে। ফর্ম পূরণ করার পর Sign Up বাটন এ ক্লিক করুন। তারপর আপনার ইমেইল এ একটি confirmation মেইল আসবে। লিঙ্ক এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট verify করুন তারপর লগইন করে আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।এখানে আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন এখন প্রশ্ন হল বিজ্ঞাপন কিভাবে দিবেন। এজন্য প্রথমে PLACEMENT এ ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন New Placement। সেখানে ক্লিক করলে আপনি কি ধরনের বিজ্ঞাপন দেখাতে চান সেটি সিলেক্ট করুন। মনে করুন আমি ওয়েবসাইট এ আমি ব্যানার বিজ্ঞাপন হিসেবে দেখাতে চাই। তবে ব্যানার সিলেক্ট করলে আপনাকে একটা ফর্ম দিবে। সেখানে আপনাকে একটা placement তৈরির জন্য যা যা লাগে যেমন নাম, সাইট লিঙ্ক, বর্ণনা ইত্যাদি। তারপর Save বাটন এ ক্লিক করুন। তৈরি হয়ে গেল আপনার Placement। সাইট লিঙ্ক। এবার Get Code বাটন এ ক্লিক করলে আপনাকে একটা কোড দিবে যেটি আপনার ওয়েবসাইট এর যে কোন জাইগায় paste করে দিন যেখানে আপনি আপনার বিজ্ঞাপন দেকতে চান। এবার রিফ্রেশ করলে আপনার বিজ্ঞাপন দেখতে পাবেন।আমার নিজের ওয়েবসাইট এ দিয়ে আমি টেস্ট করে দেখছি। আপনিও দেখতে পারেন এই লিঙ্ক থেকে। এটি আমার ওয়েবসাইট। এর প্রায় সব module কমপ্লিট। কিছুদিন এর ভিতর এটি লাইভ এ আসবে। আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশান করে টিউন করতে পারেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.