মোডেম কানেক্ট করলে নো ডিভাইস দেখায়? নিন সমাধান…দেখে রাখুন কাজে লাগবেই

বেশ কিছু দিন থেকেই উইন্ডোজ ১০ এ একটি সমস্যা দেখা দিচ্ছে আর তা হলো জিপি বা টেলিটক মডেম লাগালে কোন ডিভাইস খুজে পাচ্ছে না। এই সমস্যা মূলত উইন্ডোজ ১০ এর নতুন ক্রিয়েটোর আপডেট এ বেশী হচ্ছে। তো এরকম হলে সবাই মনে করতে পারেন যে আপনার সাধের মডেম বুঝি গেলো নষ্ট হয়ে। আসলে প্রব্লেম টা হলো আপনার উইন্ডোজ আপনার মোডেমের ড্রাইভার ইন্সটোল করতে পারেনা যে কারণে সে আপনার মডেম কে ডিটেক্ট করতে পারেনা। তো এই সমস্যার সমাধানের জন্য Mech Tech আপনাদের জন্য তৈরী করেছে একটি ভিডিও টিউটোরিয়াল কেননা যা যা করতে হবে তা এইখানে হাতে কলমে লিখে বোঝানো সম্ভব নয়। প্রব্লেম টি যে কারো হতে পারে তাই একটু ৫ মিনিট ব্যয় করে শিখে রাখুন যেনো প্রয়োজনে নিজের এবং অন্যদের এই সমস্যা হলে সমাধান দিতে পারেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.